তাদের নাম মিজবাহুল জান্নাত মাহিম ও সজিব চন্দ্র রায়। পঞ্চগড়ের তেঁতুলিয়ার থেকে তারা এই যাত্রা শুরু করে।
তারা টেকনাফ থেকে তেতুলিয়া প্রায় ১০০০+ কি.মি পথ পাড়ি দিয়েছেন নিজেদের সাইকেল চালিয়ে। সমতল ভুমি থেকে পাহাড়ের রাস্তা পাড়ি দিয়েছেন পায়ের উপর ভর করে। পথে বিভিন্ন স্থানে করেছেন বৃক্ষরোপণ এবং মাক্স বিতরণ করেছেন।
সজিব রংপুর সিটি কর্পোরেশন রংপুর, ৮নং ওয়ার্ড, এর মহাব্বত খাঁ ও মিজবাহুল গাইবান্ধার লক্ষ্মীপুর এর সন্তান। হাইস্কুল থেকে তাদের এই বন্ধুত্ব।
তারা শখের বসে সাইকেলিং শুরু করে রংপুর সাইকেলিস্ট গ্রুপের সাথে। তাদের একটি স্বপ্ন হচ্ছে সারা দেশ সাইকেলিং করা। তারা তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে তাদের এই যাত্রা।
সজিব ও মিজবাহুল বলেন, আসলে শখের বসে আমাদের সাইকেলিং করা। রংপুর সাইকেলিস্ট গ্রুপ এর সঙ্গে আমরা দুজনই রাইড করি। প্রায় সকল সাইকেলিস্ট এর একটি স্বপ্নের সফর থাকে। সেটি হচ্ছে cross-country রাইড। অর্থাৎ দেশের শুরু থেকে শেষ পর্যন্ত সাইকেল চালিয়ে যাত্রা করা। আমরা সেই যাত্রা শুরু করেছি আমাদের এই সফরটি ১০ দিনেই শেষ করেছি।
তারা আরও বলেন, 'আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল, এই লকডাউনে করোনা মোকাবেলায় স্বাস্থ্য-বিধি সম্পর্কে মানুষকে সচেতন করা ও ভালো কাজে উদ্যোগী করা।'
তামাদ্দুন/হাসান আল মাহমুদ
0 মন্তব্যসমূহ