শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

কুষ্টিয়ায় একদিন


কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জমিদার বাড়ি। বাংলা সাহিত্যের ঐতিহাসিক এক স্থান। এখানে অবস্থানকালকে রবীন্দ্রনাথের লেখালেখির ‘স্বর্ণযুগ’ বলা হয়। ১৮৯১-১৯০১ সাল পর্যন্ত নানা সময় এখানে অবস্থান করেছেন কবিগুরু। এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি, ইত্যাদি। গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কাজও শুরু করেন।
কুষ্টিয়া সফরের এক ফাঁকে স্মৃতিবিজড়িত এ স্থানে যাওয়া হয়। জমিদার বাড়ির গঠন নৈপুণতা ও রুচিশীলতা মুগ্ধ করে। রুমগুলো ঘুরে ঘুরে দেখার সময় অজানা আকর্ষণে বারবার অতীতে ফিরে গেছি আমরা। ‍নীচতলা ও ওপরতলায় রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিস স্থান পেয়েছে।
কুঠিবাড়ি আম, কাঁঠাল ও অন্যান্য চিরসবুজ বৃক্ষের বাগান, একটি পুষ্পোদ্যান এবং দুটি পুকুরসহ প্রায় ১১ একর মনোরম এলাকা জুড়ে বিস্তৃত। সবমিলে দর্শনীয় স্থান হিসেবে বেশ উপভোগ্য।

ফজলে রাববি
নির্বাহী সম্পাদক, তামাদ্দুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ