শিরোনাম

[getTicker results="10" label="random" type="ticker"]

পরিবারসহ ঘুরে আসতে পারেন জনিল্যান্ড খ্যাত কুমিল্লার 'ম্যাজিক প্যারাডাইস’ পার্কে


রবিউল আউয়াল: ডিজনিল্যান্ড গিয়েছেন কখনো? ইতিহাসে এটিই সর্বশ্রেষ্ঠ থিম পার্ক বলে বিবেচিত হয়ে আসছে ! দক্ষিণ-পশ্চিম ক্যালিফোর্নিয়ার ‘এনাহিম’ শহরে ডিজনিল্যান্ড থিম পার্কটির অবস্থান।

আর, ’ম্যাজিক প্যারাডাইস‘ পার্কটি - কুমিল্লা জেলার শহরস্থ কোটবাড়ির এলাকাতেই অবস্থিত একটি বিনোদন কেন্দ্র।

প্রারম্ভিক ইতিহাস

পার্কের যাত্রা শুরু হয় ২০১৯ এর এপ্রিলে কিংবা মে মাসের । কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে প্রায়- ৫০০ মিটার দূরত্বে কোটবাড়ির সালমানপুরে পার্কটির অবস্থান। এটিই বাংলাদেশের বৃহত্তম ফ্যামিলি এমিউজম্যান্ট পার্ক। পার্কটি তৈরিতে বিনিয়োগ করা হয়েছে ‘প্রায় দুইশ কোটি‘ টাকা।

ইনডোর অবস্থান

সবুজ প্রকৃতি আর কৃ্ত্রিম সংস্পর্শে অপরূপ মনকে দোলা দিবে এই পার্কটি। 

ভিতরে ঢুকতেই চোখে পড়বে – বিশাল এক নাগরদোলা । পাহাড়ের চূড়ায় বসে পুরো পার্কটি আরো চোখ-জোড়ানো…!

পার্কের বিনোদন ব্যবস্থা

এতে রয়েছে ৩টি অংশ। ড্রাই পার্ক, ওয়াটার প্যারাডাইস এবং ডায়নোসর ওয়ার্ল্ড।ডাইনোসরদের দেখা মেলে এখানে! কিন্তু, বাস্তব নয়, প্রতীকি মূর্তি । স্কিন টেক্সচার, চোখ, জিহবা, লেজ আর শরীরের মুভমেন্টের সাথে সাউন্ডবক্সের গর্জন- সব মিলিয়ে আসল ডায়নোসর থাকার বাস্তবিক এক পরিবেশই তৈরি হয়। 

আর, সবগুলো উপভোগ করতে আপনার খরচ হবে-১০০ থেকে ৩০০ টাকা। 

পার্কে শুধু যে রাইড কিংবা দৃষ্টিনন্দন পরিবেশ থাকলেই দর্শনার্থীদের আনাগোনা বাড়ে এমন ধারণা বদলেছে অনেক আগেই৷ পার্কে থাকতে হয় আনুষাঙ্গিক সকল সুবিধা৷

আছে , নামাজের স্থান ও মহিলা-পুরুষদের জন্য আলাদা স্যানিটেশন ব্যবস্হা। তাই নির্দ্বিধায় পরিবারসহ একটা দিন কাটিয়ে আসতে পারেন এই পার্কে।

তে পারেন জনিল্যান্ড খ্যাত কুমিল্লার 'ম্যাজিক প্যারাডাইস’ পার্কে। 

ঢাকা থেকে যাতায়াত

সবচেয়ে ভাল উপায় হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা টমছমব্রীজ গামী এশিয়া ট্রান্সপোর্ট, তিশা প্লাস অথবা এশিয়া এয়ার কন/রয়েল কোচ/প্রিন্স দিয়ে সরাসরি কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড নেমে সেখান থেকে সিএনজি নিয়ে যেতে পারবেন। কুমিল্লা যাওয়ার বাসগুলো কমলাপুর ও সায়দাবাদ থেকে ছেড়ে যায়।

ঢাকা থেকে ট্রেনে করে সহজেই কুমিল্লা আসতে পারবেন। চট্টগ্রামগামী (সুবর্ণা ও সোনার বাংলা বাদে) প্রায় সকল ট্রেনই কুমিল্লা স্টেশনে থামে। তবে ট্রেনে আসলে আপনাকে নামতে হবে কুমিল্লা স্টেশনে। সেখান থেকে সিএনজি নিয়ে কোটবাড়ি যেতে পারবেন।

চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে প্রিন্স কিংবা সৌদিয়া বাস বেছে নিতে পারেন। অথবা যে কোন ঢাকাগামী বাসে করেই আসতে পারবেন, আপনাকে কুমিল্লায় নেমে যেতে হবে।

খরচ কেমন 

পার্ক প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি ২০০ টাকা। প্রবেশ মূল্য দিয়ে আপনি ডায়নোসর ওয়ার্ল্ড এবং চা খাওয়ার সুবিধা পাবেন। ওয়াটার পার্ক এর প্রবেশ মূল্য ৩০০ টাকা, বিভিন্ন রাইডের টিকেট ৫০-১০০ টাকা করে।

আলাদা ভাবে না টিকেট কিনে একসাথে প্যাকেজের টিকেট ও কিনতে পারবেন। ৪০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০০ টাকায় ।

কুমিল্লার আরো কিছু দর্শনীয় স্থান

ম্যাজিক প্যারাডাইসের কাছেই রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। রয়েছে ধর্মসাগর দিঘি অথবা যেতে পারেন কুমিল্লা সিলেট রোডের পাশের ময়নামতি ওয়ার সিমেট্রিতে….

শাহ সুজা মসজিদ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, ধর্মসাগর, বীরচন্দ্র পাঠাগার ও নগর মিলনায়তন, এবং কুমিল্লা সেনানিবাস ইত্যাদি।

-এইচএএম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ